ফিলিস্তিনে হামলার প্রতিবাদে শমশেরনগরে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে শমশেরনগরে বিক্ষোভ মিছিল

সৈয়দ শিহাব উদ্দিন মিজান, কমলগঞ্জ (মৌলভীবাজার): ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর চলমান হামলার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে সোমবার বিকেলে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি শমশেরনগর চৌমুহনী থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিরা অংশগ্রহণ করেন। হাজারো তৌহিদী জনতা এ মিছিলে একত্রিত হন।

বক্তারা বলেন, “ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের ওপর বর্বর হামলার বিরুদ্ধে এখনই বিশ্ব মুসলিমকে একতাবদ্ধ হতে হবে।” তারা ইসরাইলি পণ্যের বয়কটের আহ্বান জানান এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য সকল মুসলমানের প্রতি আহ্বান জানান।