ঢাবিতে বৈশাখের প্রস্তুতি, আগুনে পুড়ল ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’

ঢাবিতে বৈশাখের প্রস্তুতি, আগুনে পুড়ল ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখের প্রস্তুতি চলার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বিতর্কিত মোটিফ সম্পূর্ণভাবে ভস্মীভূত এবং অন্যটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার সূত্রপাত: ২০২৫ সালের ১২ এপ্রিল, শনিবার, চারুকলা অনুষদে নববর্ষের প্রস্তুতি চলছিল। এ সময় অনুষদের ভেতরে আগুনের সূত্রপাত হয়।

ক্ষয়ক্ষতি: আগুনে 'ফ্যাসিস্ট হাসিনার মুখাকৃতি' নামের একটি মোটিফ সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এছাড়া 'শান্তির পায়রা' নামের অন্য একটি মোটিফও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্ভাব্য কারণ: বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, সম্ভবত ভোর পৌনে পাঁচটা থেকে পাঁচটার মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারণ, সে সময় দায়িত্বরত কর্মীরা ফজরের নামাজে গিয়েছিলেন।

কর্তৃপক্ষের বক্তব্য: চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম জানিয়েছেন, ভোরে আগুন লাগার কারণে এই ঘটনা ঘটেছে। তিনি দুটি মোটিফ পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মোটিফের বিতর্ক: জানা যায়, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবারের নববর্ষের প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এই প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে তৈরি করা প্রধান মোটিফ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’-এর উচ্চতা ছিল ২০ ফুট। বাঁশ ও বেত দিয়ে তৈরি এই মোটিফে দাঁতাল মুখের এক নারীর মুখাবয়ব ফুটিয়ে তোলা হয়েছিল, যেখানে মাথায় চারটি শিং, হাঁ করা মুখ, বিশালাকৃতির নাক ও ভয়ার্ত দুটি চোখ ছিল। অনেকে এটিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে দাবি করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৮৯ সাল থেকে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর এই শোভাযাত্রায় শিল্প ও সংস্কৃতির বিভিন্ন উপাদান তুলে ধরা হয়।