হাসিনার বাসভবন সুধা সদনে ছাত্র-জনতার আগুন

হাসিনার বাসভবন সুধা সদনে ছাত্র-জনতার আগুন

ধানমন্ডির ৩২ নম্বরে ছাত্র-জনতার হামলা ও ভাঙচুরের খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর বিভিন্ন সড়কে উত্তেজিত ছাত্র-জনতা নেমে আসে। রাত পৌনে ১১টার দিকে ধানমন্ডির ৫ নম্বর সড়কে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে অগ্নিসংযোগ করে তারা।

অক্টোবর ৫ তারিখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সুধা সদন ছিল পুরোপুরি খালি। তবে আজ শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেওয়ার পর ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। প্রথমে তারা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন দেয়। তারপর তারা শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন লাগিয়ে দেয়।

এছাড়া খুলনার ময়লাপোতা এলাকায় শেখ হেলালের বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙচুর চালানোর খবরও পাওয়া গেছে।