স্পোর্টস রিপোর্টার: সোমবার শিলংয়ের ভিনান্তা হলের ব্যাংকুয়েট হলে বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূইয়া সংবাদ সম্মেলনে আসেন। নির্ধারিত সময়ের আগে তারা সেখানে উপস্থিত হন। কলকাতায় বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে আগে অধিনায়কত্ব করেছেন জামাল। দলে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। সব মিলিয়ে বাংলাদেশ-ভারত ম্যাচটি অন্যরকম উত্তেজনা তৈরি করেছে। স্বাগতিক সাংবাদিকদের আগ্রহ দেখে তা বোঝা যায়। সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়া প্রতিপক্ষ ভারতকে 'বড় ভাই' বলে উল্লেখ করেন এবং জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেন। এর আগে তিনি তিনবার ভারতের মুখোমুখি হয়েছেন, যেখানে দুবার ড্র এবং একবার বাংলাদেশ পরাজিত হয়েছে। ৩৪ বছর বয়সী জামাল বলেন, 'বড় ভাইয়ের বিপক্ষে খেলতে গেলে সবসময় জিততে চাওয়া স্বাভাবিক। ভারতের বিপক্ষে সবসময় চাপ থাকে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। আমরা ভালো অবস্থানে আছি এবং সেরাটা দিতে চাই।' ফিফা র্যাঙ্কিংয়ের পার্থক্য থাকলেও, জামাল মনে করেন, তাদের দল শক্তিশালী এবং জয়ের জন্য প্রস্তুত। হামজা চৌধুরীর যোগদান দলকে আরও উৎসাহিত করবে। ভারত ও বাংলাদেশের লীগের মানের পার্থক্য থাকলেও, জামাল বিশ্বাস করেন যে তাদের দল লড়াই করতে প্রস্তুত। তিনি বলেন, 'ওদের আইএসএল আমাদের বিপিএলের চেয়ে ভালো। তবে খেলোয়াড়দের মধ্যে বড় পার্থক্য নেই। আমরা দল হিসেবে খেলতে এবং জিততে চাই।' জামাল আরও বলেন, ড্র হলেও তারা হতাশ হবেন না, কারণ তাদের প্রধান লক্ষ্য ভালো খেলা এবং জয় ছিনিয়ে আনা।