ঐকমত্য কমিশনের সাথে এনসিপির বৈঠক: সংস্কার আলোচনা

স্টাফ রিপোর্টার

ঐকমত্য কমিশনের সাথে এনসিপির বৈঠক: সংস্কার আলোচনা

সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনার জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়।

ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে বদিউল আলম মজুমদার, সফর রাজ, ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

অন্যদিকে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটওয়ারি, যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার এবং যুগ্ম-আহ্বায়ক জাবেদ রাসিন বৈঠকে অংশ নেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব তৈরির জন্য ১১টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও পুলিশসহ ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন।

বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।