চব্বিশের বার্তা অনলাইন: বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে পোশাক শ্রমিকরা রাজধানীর শ্রম ভবনের সামনে বিক্ষোভ করছেন। টিএনজেড গ্রুপের শ্রমিকরা আজ বৃহস্পতিবার সকাল থেকে এই কর্মসূচি শুরু করেন। শ্রম ভবনের সামনে জড়ো হওয়া শ্রমিকদের মধ্যে অধিকাংশই নারী। তাদের হাতে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। শ্রমিকরা তাদের তিন মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবি জানান।