ভারতে ওয়াকফ বিলের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত

অনলাইন ডেস্ক:

ভারতে ওয়াকফ বিলের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত

ভারতের বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ অব্যাহত রয়েছে। শনিবার বিভিন্ন রাজ্যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরে ওয়াকফ বিলের প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করে বিক্ষোভ করায় স্থানীয় প্রশাসন ২৪ জন নাগরিককে ২ লাখ টাকা করে জরিমানা করেছে। মুজাফ্ফরনগর পুলিশের সুপার সত্যনারায়ণ প্রজাপত জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে।

ওয়াকফ বিলের প্রতিবাদে শুক্রবার কলকাতা, চেন্নাই ও আহমেদাবাদসহ একাধিক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। প্রতিবাদীরা জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমে এসে ওয়াকফ বিলের বিরোধিতা করেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমরা ওয়াকফ সংশোধনী মানছি না’, ‘ওয়াকফ বিল প্রত্যাহার করুন’ ইত্যাদি।

কলকাতায় শুক্রবারের প্রতিবাদ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। গুজরাটের আহমেদাবাদেও ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায় প্রতিবাদে অংশ নেয়। চেন্নাইয়ে অভিনেতা বিজয়ের রাজনৈতিক দল তামিলাঙ্গ ভেত্তরি কাঝাগাম (টিভিকে) কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিলের প্রতিবাদে রাজ্যব্যাপী বিক্ষোভের ডাক দেয়।