পটিয়ায় মাদক ব্যবসায়ী আটক

✍️ পটিয়া প্রতিনিধি

পটিয়ায় মাদক ব্যবসায়ী আটক

অধ্য বিকাল ৪.৩০ মিনিট  পটিয়া থানার অন্তগত ৬  নং কুসুমপুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে পটিয়া থানার আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে মৃত জালাল আহমেদ এর দুই ছেলে,  জামাল উদ্দিন (৪৫) প্রকাশ মিন্টু এবং তাহার ভাই জসিম উদ্দিন প্রকাশ বাছা  (৪০) ইয়াবা ব্যবসায়ীকে, পুলিশ সরেজমিনে গিয়ে ইয়াবাসহ আটক করে। 
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা সংবাদ মাধ্যমে বরাতে জানায়,  উক্ত আপরাধী বিরুদ্ধে সুনির্দিষ্ট  তথ্য ভিত্তিতে সরেজমিনে তল্লাশি চালিয়ে তাদের থেকে নিষিদ্ধ মাদক দ্রব্য ১২৮৮ পিস্ ইয়াবাসহ  আটক করা হয়  এবং তাদের বিরুদ্ধে থানার পুলিশ কেস এবং এফআইআর দায়ের করা হয়েছে, সরেজমিনে পুলিশ তদন্তে এলাকাবাসী ভাষ্য মতে, তাহারা দুই ভাই  দীর্ঘ দিন ধরে  অবৈধ মাদক ব্যবসায় পরিচালিত করে আসছে।

নাম প্রকাশের অনিচ্ছুক বার্তা  বাহকে  কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, তাদের দুই ভাই মাদক ব্যবসায় কারণে এলাকায় তরুণদের বিপথগামী করেছে এবং বর্তমানেও তাদের অবৈধ মাদক ব্যবসা পরিচালিত করে আসছিলো।