Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
স্টাফ রিপোর্টার:
আজ ২১/০৩/২০২৫ খ্রীঃ ২০ই রামাদ্বান রোজ শুক্রবার বাদ জুমু'আ কমলগঞ্জে দখলদার ইজরায়েলের যুদ্ধ বিরতি ভঙ্গ করে ফিলিস্তিনে হামলার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়৷ একতা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ হিফজুর রহমান ফাহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোহিন মিয়ার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উম্মতে মোহাম্মদি সা. এর কার্যকরী সদস্য হৃদয় অনিক তালুকদার, একতা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ হিফজুর রহমান ফাহাদ, সহসভাপতি আব্দুস সামাদ মুন্না, সহসাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন তালুকদার প্রমূখ৷
জাতীয় নির্বাচন আগে প্রয়োজন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন।
কোন নির্বাচনই বর্তমানে প্রয়োজন নেই, সংস্কার আগে প্রয়োজন।
ভোট দিন ফলাফল
Total Vote: 12
View Options