১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

চব্বিশের বার্তা অনলাইন

১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) তিনটি ভিন্ন ধাপে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছে। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে, তাদের মধ্যে আরও রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা যায়, এই ১২ জনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া মামলা এবং তাদের বর্তমান অবস্থান চিহ্নিত করার প্রক্রিয়া সম্পন্ন করার পরেই ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। রেড নোটিশ জারি হলে ইন্টারপোল ভুক্ত দেশগুলোতে তাদের সন্ধান করা হবে এবং গ্রেফতার করা সহজ হবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, রেড নোটিশ হলো ইন্টারপোলের পক্ষ থেকে বিশ্বের ১৯৪টি সদস্য রাষ্ট্রের কাছে অপরাধী বা অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য একটি অনুরোধ। এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে গ্রেফতার করতে বাধ্য থাকে।