কমলগঞ্জে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত

কমলগঞ্জে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার): ফিলিস্তিনে চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে আগামী ১৪ এপ্রিল কমলগঞ্জে বিক্ষোভ সমাবেশ আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ভানুগাছ বাজারের আরিয়ান রেস্টুরেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমলগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় সর্বসম্মতিক্রমে "মুসলিম ইউনিটি" নামে একটি নতুন প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দেওয়া হয়। সংগঠনটি ইসলাম, মানবতা এবং মুসলিম উম্মাহর স্বার্থে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করছে।

বৈঠকে ২০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ এপ্রিল সোমবার বাদ আছর ভানুগাছ চৌমুহনীতে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৈঠকে বক্তৃতা করেন:

মাওলানা আবুল বশর – সভাপতি, বাংলাদেশ ক্বওমী উন্নয়ন পরিষদ (কমলগঞ্জ)

হোসাইন আহমদ খালেদ – সাধারণ সম্পাদক, খেলাফত মজলিশ (কমলগঞ্জ)

মন্জুরুল ইসলাম – সেক্রেটারি, আল ইসলাহ (কমলগঞ্জ)

মোহন মিয়া – দায়িত্বশীল, ইসলামী আন্দোলন

মাওলানা কাজী আব্দুল কাইয়ুম – দায়িত্বশীল, আহলে সুন্নত ওয়াল জামায়াত (কমলগঞ্জ)

এডভোকেট কামরুল ইসলাম – সেক্রেটারি, জামায়াতে ইসলামী (কমলগঞ্জ)

তানভীর রায়হান ওয়াসিম – সভাপতি, ছাত্রশিবির

রুমান আহমদ – উপজেলা দায়িত্বশীল, ছাত্রদল

আব্দুস সামাদ রাফি – সভাপতি, তালামীয

শাহিন আহমদ, মুস্তাকিম আহমদ – বৈছাআ প্রতিনিধি

শফিকুল ইসলাম সালেহ – সভাপতি, জালালিয়া সমাজকল্যাণ পরিষদ

সদরুল ইসলাম মাসুম – সমাজকর্মী

মোহাম্মদ সেলিম – বাজার ব্যবসায়ী প্রতিনিধি


বৈঠকটি যৌথভাবে সঞ্চালনা করেন বন্ধনের সভাপতি তারেকুল ইসলাম পাটোয়ারী এবং একতা সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মুহিন আহমদ।

এছাড়াও হিলফুল ফুজুল, আল ইখওয়ান, স্বপ্নছায়া, স্বপ্নছায়া ব্লাড সোসাইটি, আল ফালাহ সহ আরও বহু সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “ফিলিস্তিনে মুসলমানদের উপর চলমান বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে আমাদের জোরালো প্রতিবাদ জানানোর সময় এসেছে। এই সমাবেশের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে হবে।”

সমাবেশ সফল করতে কমলগঞ্জের সকল শ্রেণি-পেশার মানুষকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।