ফ্রি ওয়াইফাই: আমেরিকান এয়ারলাইনসের নতুন ঘোষণা

অনলাইন ডেস্ক:

ফ্রি ওয়াইফাই: আমেরিকান এয়ারলাইনসের নতুন ঘোষণা

 আমেরিকান এয়ারলাইনস, যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান বিমান পরিষেবা সংস্থা, যাত্রীদের জন্য উড়োজাহাজে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা প্রদানের ঘোষণা দিয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে এই পরিষেবা শুরু হবে।

টেলিকম কোম্পানি এটিঅ্যান্ডটি এই উদ্যোগের পৃষ্ঠপোষকতা করছে। আমেরিকান এয়ারলাইনস জানায়, তারা বছরে প্রায় ২০ লক্ষ ফ্লাইটে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা প্রদান করবে।

এই সুবিধা পেতে যাত্রীদের এয়ারলাইনসের ‘এঅ্যাডভানটেজ লয়্যালিটি’ প্রোগ্রামের সদস্য হতে হবে। সদস্য হওয়ার পর অ্যাকাউন্টে লগইন করলেই বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এই প্রোগ্রামের মাধ্যমে যাত্রীরা আমেরিকান এয়ারলাইনসে ভ্রমণের জন্য লয়্যালটি পয়েন্ট অর্জন করতে পারবেন। বর্তমানে, আমেরিকান এয়ারলাইনসের অধিকাংশ রুটে ওয়াই-ফাই পরিষেবা পাওয়া যায়, যার মূল্য শুরু হয় প্রায় ৯ ডলার থেকে।

আমেরিকান এয়ারলাইনসের চিফ কাস্টমার অফিসার হিদার গারবডেন বলেন, “আকাশে ওড়ার সময় আমাদের যাত্রীরা সবসময় সংযুক্ত থাকতে চান। বন্ধু-বান্ধবের সঙ্গে যোগাযোগ রাখা, অফিসের কাজ করা, সামাজিক মাধ্যমে নিজেদের আপডেট রাখা অথবা পছন্দের কন্টেন্ট দেখা তাদের জন্য খুবই জরুরি।”

এয়ারলাইনসটি আরও জানায়, তাদের ৯০ শতাংশ উড়োজাহাজে ইতিমধ্যে ভিয়াস্যাট ও ইন্টেলস্যাটের স্যাটেলাইট-ভিত্তিক হাই-স্পিড কানেকটিভিটি রয়েছে। ২০২৫ সালের মধ্যে আরও পাঁচ শতাধিক আঞ্চলিক উড়োজাহাজে এই প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে, যুক্তরাষ্ট্রের প্রায় সব বড় এয়ারলাইনসই কোনো না কোনোভাবে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা প্রদান করছে। স্যাটেলাইট সংযোগের মাধ্যমে এই পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে। চলতি বছরের শুরুতে ইউনাইটেড এয়ারলাইনস তাদের ফ্লাইটে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা চালু করেছে। হাওয়াইয়ান এয়ারলাইনস ও ডেলটা ২০২২ সালে স্পেসএক্স-এর ইন্টারনেট পরিষেবা পরীক্ষামূলকভাবে শুরু করেছিল। তবে শেষ পর্যন্ত ডেলটা ভিয়াস্যাট প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নেয় এবং টি-মোবাইল তাদের ওয়াই-ফাই পরিষেবা স্পন্সর করে।

এভিয়েশন বিশ্লেষকদের মতে, বিনামূল্যে ওয়াই-ফাই এখন এয়ারলাইনস ব্যবসার নতুন প্রতিযোগিতার ক্ষেত্র। যাত্রী সেবার মান বাড়াতে প্রতিটি সংস্থা এই সুবিধা চালু করছে। আমেরিকান এয়ারলাইনস, বিশেষ করে অ্যাপল ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়, কারণ তারা বিনামূল্যে অ্যাপল মিউজিক ও অ্যাপল টিভি প্লাস ব্যবহারের সুযোগ দেয়। যদিও অনেক প্রতিযোগী এয়ারলাইনস বিনামূল্যে ওয়াই-ফাই দিলেও আমেরিকান এয়ারলাইনস এতদিন এর জন্য আলাদা ফি নিত। অবশেষে তারা সেই নীতি পরিবর্তন করতে যাচ্ছে।

সূত্র: এনগ্যাজেট