ইবিতে সিআরসির উদ্যোগে পথ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

ইবিতে সিআরসির উদ্যোগে পথ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন  'কাম ফর রোড চাইল্ড' (সিআরসি) উদ্যোগে পথশিশুদের মাঝে ঈদ বস্র বিতরণ করেছে ইবি সিআরসি।

বৃহস্পতিবার (২০ মার্চ) ক্যাম্পাসের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে (টিএসসিসি) ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সিআরসি’র বর্তমান সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান, স্কুল পরিচালক সাইফুল ইসলাম আলিফ, দাতা শাহীন আলম সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় দাতা সদস্য শাহীন আলম বলেন, "বাচ্চারা ভাগ্যবান নাকি আমরা ভাগ্যবান এটা একটা জটিল বিষয়। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এমন নিবিড় নার্সিং কখনো পাইনি। আমাদের সংগঠনের উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব হয়েছে অবিভাবকদের আন্তরিকতা এবং স্বদিচ্ছার কারণে। এসকল শিশু যখন বড় হবে তখন আমাদের সংগঠনের মতো তারাও এরকম সুন্দর মন মানসিক চর্চা করবে এবং একে অপরের সহযোগিতায় এগিয়ে আসবে। তারাই হবে দশের দেশ। কারণ শিশুকাল থেকেই তাদেরকে ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ বিনির্মানের কারিগর হিসেবে নার্সিং করা হচ্ছে। এটা আসলে ত্রাণ দেয়ার মতো ঈদ বস্ত্র বিতরণ না এটা আসলে আমাদের ভালোবাসা বিতরণ।”

এসময় তিনি সংগঠন এবং সিআরসি পরিচালিত স্কুলের উদ্দেশ্য বাস্তবায়নে অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, সিআরসি ইবি শাখা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি স্কুল পরিচালনা করে, যেখানে অর্ধশতাধিক শিশুকে বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয় এবং তাদের জন্য শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে স্কুল পরিচালনা, শীত ও ঈদ বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং অন্যান্য স্বেচ্ছাসেবী কার্যক্রম।