উখিয়ার তেলীপাড়ায় সরকারি রাস্তা ও ড্রেইন দখল: ৭নং ওয়ার্ডে এলাকাবাসীর প্রতিবাদ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

উখিয়া প্রতিনিধিঃ

উখিয়ার তেলীপাড়ায় সরকারি রাস্তা ও ড্রেইন দখল: ৭নং ওয়ার্ডে এলাকাবাসীর প্রতিবাদ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের তেলীপাড়া গ্রাম, ৭নং ওয়ার্ডে, সরকারি রাস্তা ও ড্রেইনের উপর অবৈধভাবে স্থাপনা নির্মাণের ঘটনা জনমনে তীব্র অসন্তোষের সৃষ্টি করেছে। এলাকাবাসীর অভিযোগ, সেলিম (পিতা- মৃত বদিউর রহমান) নামে এক ব্যক্তি সরকারি রাস্তায় পাকা সিড়ি এবং ড্রেইনের উপর দেয়াল নির্মাণ করে জনগণের চলাচলের পথ সংকুচিত করে দিয়েছেন, ফলে সৃষ্টি হয়েছে মারাত্মক দুর্ভোগ।

স্থানীয়রা জানান, রাস্তা দখল করার কারণে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এবং বর্ষাকালে ড্রেইন বন্ধ হয়ে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি, সেলিমের দৃষ্টান্ত অনুসরণ করে আরও কিছু ব্যক্তি সরকারি ড্রেইনের উপর বাড়ির দেয়াল নির্মাণে লিপ্ত হয়েছেন, যা এলাকার পরিবেশ ও অবকাঠামোর জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠছে।

স্থানীয় বাসিন্দা শাহ আলম জানান, এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার সেলিমকে নির্মাণকাজ বন্ধ করতে বললেও তিনি কর্ণপাত করেননি। পরবর্তীতে বিষয়টি ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসনাত (আবুলু)-এর নজরে আনলে তিনি বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে জানানোর পরামর্শ দেন।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি রাস্তা ও ড্রেইন মুক্ত রাখা হোক এবং জনস্বার্থ রক্ষায় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, যথাসময়ে ব্যবস্থা না নিলে তেলীপাড়া এলাকায় আরও বড় পরিসরে সরকারি সম্পত্তি দখলের প্রবণতা দেখা দিতে পারে।