নির্যাতিতদের জন্য ৫ আগস্ট নতুন স্বাধীনতা: নাহিদ

নির্যাতিতদের জন্য ৫ আগস্ট নতুন স্বাধীনতা: নাহিদ

স্টাফ রিপোর্টার : 

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত ১৬ বছরে যারা নির্যাতিত হয়েছেন, তাদের কাছে ৫ আগস্ট নতুন স্বাধীনতা নিয়ে এসেছে। বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপস করে রাজনীতি করেছেন, তাদের কাছে এই স্বাধীনতা হয়তো তেমন কিছু নয়। কারণ তারা সবসময়ই স্বাধীন ছিলেন। তাদের কাছে লুটপাটের স্বাধীনতাই আসল।

তিনি বলেন, বিগত সরকার সবসময় ভারতের স্বার্থ দেখেছে। ভোট ডাকাতি করে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পেরেছে ভারতের সহায়তায়। ভারতই ছিল তার ফ্যাসিবাদের মূল কারিগর।

নাহিদ ইসলাম বলেন, নির্যাতিত পরিবারগুলোর ঐক্যবদ্ধ থাকা জরুরি। এই ঐক্যের মাধ্যমেই আওয়ামী ফ্যাসিজমকে প্রতিহত করা সম্ভব। জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি স্বাধীন ও সার্বভৌম পররাষ্ট্রনীতির সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে দেশের স্বার্থই প্রধান বিবেচ্য হবে।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমতা, ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে হওয়া উচিত। প্রতিবেশী হিসেবে তাদের সঙ্গে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে আমরা আগ্রহী, তবে তা অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে হতে হবে।

এনসিপি আহ্বায়ক বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো ভারতে অবস্থান করছেন। গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভারত ভালো উদাহরণ তৈরি করছে না। বাংলাদেশে বিচার কার্যক্রম চলছে, এবং কূটনৈতিকভাবে তাদের ফেরত চাওয়া হবে। ভারত সরকার সহযোগিতা করবে, এটাই আমাদের প্রত্যাশা।

তিনি জানান, বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন—এই তিনটি এজেন্ডা নিয়ে জাতীয় নাগরিক পার্টি রমজানের পর সারাদেশে কাজ করবে। এই এজেন্ডাগুলোর ভিত্তিতেই বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন সম্ভব।

নাহিদ ইসলাম সকল রাজনৈতিক দল ও সরকারকে এই বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় আসার আহ্বান জানান।