স্বরাষ্ট্র সচিব: জরুরি অবস্থার গুজব ভিত্তিহীন, পরিস্থিতি স্বাভাবিক

স্বরাষ্ট্র সচিব: জরুরি অবস্থার গুজব ভিত্তিহীন, পরিস্থিতি স্বাভাবিক

অনলাইন ডেস্ক: দেশে জরুরি অবস্থা জারির বিষয়ে ছড়ানো গুজব নিয়ে মুখ খুলেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। তিনি স্পষ্ট জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং স্থিতিশীল রয়েছে। জরুরি অবস্থা জারির কোনো পরিস্থিতি নেই, এটি নিতান্তই একটি গুজব।

সোমবার সচিবালয়ে মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে অস্ট্রেলিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র সচিব এসব কথা বলেন।

নাসিমুল গনি বলেন, 'দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জরুরি অবস্থা জারির যে কথা বলা হচ্ছে, তা ভিত্তিহীন। এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই।'

রবিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জরুরি অবস্থা জারির গুজব ছড়িয়ে পড়ে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দলের কিছু সমর্থক এই গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। তারা দেশে ও বিদেশে অবস্থান করে সামাজিক মাধ্যমে ভুল তথ্য দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এমনকি তাদের মধ্যে কেউ কেউ দাবি করছেন, ভারতে পলাতক শেখ হাসিনা শীঘ্রই বাংলাদেশে ফিরবেন।

এসব বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব বলেন, 'আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার মতো কোনো তথ্য আমাদের কাছে নেই। পরিস্থিতি স্বাভাবিক আছে এবং সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আমরা সবাই সজাগ আছি এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে যাচ্ছি।'

তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতি রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা নিয়মিত টহল দিচ্ছেন।

এছাড়াও, ঈদের পর অস্ট্রেলিয়ান হাইকমিশন ঢাকায় বসেই বাংলাদেশি নাগরিকদের ভিসা কার্যক্রম সম্পন্ন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব।