শিশুর উপর বর্বরতায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। 

শিশুর উপর বর্বরতায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।  –বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন 

শিশুর উপর বর্বরতায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। 

মাগুরায় মাত্র আট বছরের এক নিষ্পাপ শিশুর ওপর ঘটে যাওয়া বর্বরোচিত ধর্ষণের ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় আজ ০৮ মার্চ ২০২৫, শনিবার,  বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন-এর আহ্বায়ক নোমান বিন নুরুল ইসলাম ও সদস্য সচিব মাকসুদুর রহমান জুনায়েদ এক যৌথ বিবৃতিতে  গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছেন।

নেতৃদ্বয় বলেন, এই পাশবিক অপরাধ শুধু একটি শিশুর জীবন ধ্বংস করেনি, বরং মানবতা ওপর নির্মম আঘাত হেনেছে। এ ধরনের জঘন্য ঘটনা আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের করুণ চিত্র তুলে ধরছে।

তারা বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের জন্য কোনো ছাড় নেই।  অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সমাজে বিচারহীনতার সংস্কৃতি আরও গভীর হবে, যা আমাদের নৈতিক ও সামাজিক কাঠামোকে ধ্বংস করে দেবে।

নেতৃদ্বয় আরও বলেন, একই সঙ্গে, সমাজের সব শ্রেণির মানুষের প্রতি আমাদের আহ্বান—নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। সচেতনতা বাড়াতে হবে, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা করতে হবে এবং অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

নেতৃদ্বয় সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে, এবং কোনো অবস্থাতেই প্রকৃত অপরাধীরা বিচার থেকে বাঁচতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

বার্তা প্রেরক 
মুহাম্মাদ মাহফুজ আহমাদ 
কেন্দ্রীয় মিডিয়া সেল সমন্বয়ক 
বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন