সুনামগঞ্জ প্রতিনিধি : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, 'দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। জনগণ চাইলে ইউনূস সরকারকে আরো পাঁচ বছর দেখতে চায়।' তিনি পুলিশ সদস্যদের প্রতিটি ঘটনা সম্পর্কে সতর্ক থাকার নির্দেশ দেন এবং পুলিশের কর্মতৎপরতা আরও বাড়ানোর কথা বলেন। শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে তিনি বলেন, তিনি স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক দেখার জন্য এসেছেন এবং বন্দী বিনিময় চুক্তির আলোকে অপরাধীদের ফিরিয়ে আনার চেষ্টা করবেন। ভারতের সাথে এ বিষয়ে একটি চুক্তি রয়েছে। চিকেন নেক ইস্যু নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যুদ্ধের কোনো শঙ্কা নেই বলেও তিনি জানান। তিনি বলেন, আমরা কিছু অস্ত্র হারিয়েছি, সেগুলো উদ্ধারের চেষ্টা করা হবে। দেশে গণপিটুনি (মব) নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেখানেই গণপিটুনি হচ্ছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দোষীদের আইনের আওতায় আনা হচ্ছে। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে কঠোর হাতে দমন করা হবে। শান্তিগঞ্জে ঘন ঘন সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, শুধু পুলিশকে দোষ দিলে হবে না, জনসচেতনতা বাড়াতে হবে। আগ্নেয়াস্ত্রের ব্যবহার রোধে পুলিশকে নজর রাখার কথা বলেন তিনি। এ সময় সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী, জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, শান্তিগঞ্জ থানার নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, ওসি আকরাম আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা শান্তিগঞ্জ থানা পরিদর্শনকালে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।