কমলগঞ্জে চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধে বিএনপির মতবিনিময় সভা

কমলগঞ্জ প্রতিনিধি:

কমলগঞ্জে চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধে বিএনপির মতবিনিময় সভা

 কমলগঞ্জে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি ও দখলবাজি প্রতিরোধে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব সাহেব এবং সভাপতিত্ব করেন মোঃ সোয়েব আহমেদ, আহ্বায়ক কমলগঞ্জ পৌর বিএনপি।

কমলগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব বলেন, "আমার সাথে রাজনৈতিক সম্পর্ক আছে এমন কেউ যদি দলের নাম ব্যবহার করে কোন ধরনের দুর্নীতি ও দখলবাজির সাথে জড়িত থাকেন তাহলে আমি বা আমার দল কোন অবস্থাতেই তা সহ্য করব না। প্রমাণ পাওয়ার সাথে সাথেই ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ।"

সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।