ভোলায় অসহায় কৃষকদের কাছে চাঁদা দাবি! চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জমি দখলে নেওয়ার হুমকি

ভোলায় অসহায় কৃষকদের কাছে চাঁদা দাবি! চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জমি দখলে নেওয়ার হুমকি

ভোলায় অসহায় কৃষকদের কাছে চাঁদা দাবি! চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জমি দখলে নেওয়ার হুমকি

মোহাম্মদ নয়ন তজুমদ্দিন ভোলা ॥
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের মোঃ মন্নানসহ ১১ জনের বিরুদ্ধে কয়েকশত কৃষকের জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত পহেলা মার্চ রবিবার  দুপুর ১২টার সময় মোঃ মন্নান, আবু তাহের, ইকবাল হাওলাদার, আব্দুল হাই এর নেতৃত্বে ১১ জন জোটবদ্ধ হয়ে ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ড পাট-২ তালুকদার চরের প্রায় পাঁচ শতাধিক পরিবারের ২১৭ একর দখলীয় ভূমিতে বসত বাড়ি, ইরিধান, পানের বরজ, আলুসহ ফসলীয় জমিতে আসিয়া ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং আতঙ্কের সৃষ্টি করে ফসলী জমি দখলে নেওয়ার। চাষীরা চাঁদার টাকা দিতে অস্বীকার করলে ইরি ধানের স্কিমে পানি দেওয়ার মটর ভাংচুর করে এবং খুন যখমের হুমকি প্রদান করেন।এমন ঘটনায় আঃ রব (৫০) নামের এক কৃষক সকল চাষাদের পক্ষ হতে গত ৬ মার্চ ভোলা সদর মডেল থানায় আঃ মন্নান সহ ১১ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে ৮ই মার্চ ঘটনাস্থলে আসেন ইলিশা জংশন পুলিশ ফাঁড়ির এস আই মোঃ সাইফুল ইসলাম।
অন্যদিকে উক্ত বিবাদীগন বিএনপির নেতাকর্মী দাবি করে সাধারণ কৃষকদের ভয়ভীতি দেখানোর অভিযোগের ভিত্তিতে ভোলা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলগীরের নির্দেশে পূর্ব ইলিশা ইউনিয়নের বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক ছাত্রদলের সভাপতি মোঃ জিয়াউর রহমান, যুগ্ম স¤পাদক মোঃ আবদুর রহমান খান ও ছাত্র বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম সুমন ঘটনাস্থলে গিয়ে ভূমি দখলবাজ ও চাঁদা দাবিকারীদের হুশিয়ার করে বলেন যারা দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করবেন দল তাদের ছেড়ে দিবে না।
এই চাঁদা বাজদের কবল থেকে মুক্তি এবং নির্ভয়ে জমিতে চাষাবাদ ও বসবাস করতে পারে এমনটাই প্রশাসনের কাছে দাবি সাধারণ কৃষকেরা।