সীমান্তে ৩ বাংলাদেশি আটক: বিএসএফকে বিজিবির পতাকা বৈঠকের প্রস্তাব

চব্বিশের বার্তা অনলাইন:

সীমান্তে ৩ বাংলাদেশি আটক: বিএসএফকে বিজিবির পতাকা বৈঠকের প্রস্তাব

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। আজ বুধবার (৭ মে ২০২৫) ভোরে সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে তাদের আটক করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধীনস্থ জগদল বিওপি সূত্রে জানা গেছে, ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহল দল ওই তিনজনকে আটক করে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

আটককৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের বেলপুকুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে মিস্টার (৩০), মোড়লহাট জিয়াবাড়ী এলাকার আব্দুল হকের ছেলে হামিদুল ইসলাম (৩০) এবং একই এলাকার আনসারুল ইসলামের ছেলে শামীম (২৩)।

এ বিষয়ে বিজিবি ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেলেন্ট কর্নেল তানজীর আহমেদ জানান, বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, আজ বিকেলেই দুই পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।