ঢাবি: সাম্য হত্যার বিচার চাইল সাদা দল, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাবি প্রতিনিধিঃ

ঢাবি: সাম্য হত্যার বিচার চাইল সাদা দল, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ১৪ মে ২০২৫: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম (সাদা দল)। সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

আজ বুধবার সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে শিক্ষক নেতারা এই হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। তারা বলেন, নিহত শাহরিয়ার আলম সাম্য স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনি দেশের বিদ্যমান পরিস্থিতির পরিবর্তনে সোচ্চার ছিলেন। বিবৃতিতে আরও বলা হয়, একজন শিক্ষার্থী ক্যাম্পাসে এমন নির্মমভাবে খুন হওয়ায় তারা হতবাক। তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সাদা দলের নেতৃবৃন্দ আরও বলেন, জাতীয় নির্বাচনের দাবিতে যখন দেশ উত্তাল, তখন ক্যাম্পাসের ভেতরে একজন ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করার ঘটনা বিশ্ববিদ্যালয় এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হতে পারে। তারা বলেন, অতীতেও এমন ঘটনা ঘটেছে, কিন্তু কোনোটিরই সঠিক বিচার হয়নি। ফলে একের পর এক খুনের ঘটনা ঘটছে, যা উদ্বেগজনক। তারা ক্যাম্পাসে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।