আলী রীয়াজ: রাষ্ট্র সংস্কারে সবার লক্ষ্য এক, জাতীয় সনদ তৈরির পথে

নিজস্ব প্রতিবেদক

আলী রীয়াজ: রাষ্ট্র সংস্কারে সবার লক্ষ্য এক, জাতীয় সনদ তৈরির পথে

 জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্র সংস্কারের প্রশ্নে বিভিন্ন মহলের অভিন্ন লক্ষ্য রয়েছে। তবে সংস্কার বাস্তবায়নের কৌশল নিয়ে কিছু ভিন্নতা বিদ্যমান। সংলাপের মাধ্যমে এসব পার্থক্য কমিয়ে এনে যেসব বিষয়ে সকলে একমত, সেগুলোর ভিত্তিতে দ্রুত একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব। এই সনদ রাষ্ট্র সংস্কারের জাতীয় আকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যাবে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, আলোচনার প্রথম ধাপ শুরু হয়েছে। ধারাবাহিক আলোচনার মাধ্যমে কিভাবে একটি অভিন্ন অবস্থানে পৌঁছানো যায়, তা বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর ব্যাখ্যা প্রয়োজন। কমিশন এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট হলে একটি সমন্বিত প্রক্রিয়ায় অগ্রসর হওয়া যাবে। জাতীয় সনদ তৈরির লক্ষ্যে দ্রুততার সঙ্গে কাজ করার কথা উল্লেখ করে তিনি বলেন, কমিশনের মেয়াদ জুলাই মাস পর্যন্ত। মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে প্রাথমিক আলোচনা শেষ করার আশা প্রকাশ করেন তিনি।

আলোচনাকে দুই পক্ষের বিষয় হিসেবে না দেখে, সকলে একই লক্ষ্যে কাজ করছেন উল্লেখ করে আলী রীয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের অভিন্ন লক্ষ্য অর্জনে সামান্য ভিন্নতা দূর করে বৃহত্তর ঐক্য গড়ে তোলা সম্ভব।

কমিশনের সদস্য সফর রাজ হোসেন এবং এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে আট সদস্যের একটি দল সংলাপে অংশ নেন। ববি হাজ্জাজ বলেন, তারা সংস্কার প্রস্তাবগুলোর প্রতি একমত এবং এর মাধ্যমে একটি জনবান্ধব সরকার ব্যবস্থা তৈরি করতে চান। তিনি আরও বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ করাই তাদের প্রধান লক্ষ্য।