Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
মামলাবাজী করে ২২ বছর নির্বাচন বন্ধ রাখার প্রতিবাদে এবং আওয়ামী দালাল, মামলাবাজ চেয়ারম্যান কে দ্রুত অপসারণের দাবীতে রবিবার (১১ মে) সকাল ১১টায় গজারিয়ায় বাজারে লালমোহন চরফ্যাশন আঞ্চলিক মহা সড়কের ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়নের নারী পুরুষ সর্বস্তরের জনসাধারণ সম্মীলীতভাবে আবু ইউছুফ চেয়ারম্যানে বিরুদ্ধে মানববন্ধন আয়োজন করেন চেয়ারম্যান ইউসুফ মামলা করে ২২ বছর ভোট অধিকার বঞ্চিত করেছেন অত্র এলাকার জনগণকে মানববন্ধনে বক্তারা বলেন স্বাধীনভাবে বসবাস করতে চাই ভোট অধিকার ফিরে পেতে চাই লালমোহনের পরেই পশ্চিমচর উমেদ ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয় সাধারণ জনগন ভোটের অধিকার ফিরেপেতে চায় মানববন্ধনে মোতাহারনগর ইউনিয়ন বিএনপির প্রস্তাবিত সভাপতি শহিদ মিয়া, সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদার, পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপি প্রস্তাবিত সভাপতি প্রভাষক মো. নূরউদ্দিন ও মনির বকশিসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
জাতীয় নির্বাচন আগে প্রয়োজন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন।
কোন নির্বাচনই বর্তমানে প্রয়োজন নেই, সংস্কার আগে প্রয়োজন।
ভোট দিন ফলাফল
Total Vote: 12
View Options