চব্বিশের বার্তা অনলাইন: গাজায় ইসরায়েলের চলমান নৃশংসতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। বিক্ষোভকালে শিক্ষার্থীরা ফিলিস্তিনের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, 'ফিলিস্তিন মুক্তি পাক, জায়নবাদ নিপাত যাক', ‘ওয়ান টু থ্রি ফোর, জায়োনিজম নো মোর’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ফ্রি ফ্রি, প্যালাস্টাইন’ ইত্যাদি। এছাড়াও 'ফিলিস্তিন ফিলিস্তিন সেনাবাহিনী সাড়া দিন', 'আল আকসা মুক্ত করো, খিলাফত কায়েম করো', 'ভয়েস ফর দ্য ভয়েসলেস', 'যাদের হাতে মুসলিমদের রক্ত, তাদের সাথে কীসের বন্ধুত্ব' ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাধারণ শিক্ষার্থীরাও এই বিক্ষোভে অংশ নেন। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে কর্মসূচিতে যোগ দেন। বক্তারা ফিলিস্তিনে চলমান নির্মম হত্যাকাণ্ড বন্ধের জোর দাবি জানান এবং বিশ্ব নেতাদের এ গণহত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া জাহান বলেন, “ইসরাইল যা করছে, তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের ওপর গজব আসবে এবং ইসরাইল নিরীহ ফিলিস্তিনিদের রক্তের প্রতিফল পাবে। ইসরাইলকে সাহায্যকারী দেশগুলোও একদিন এর ফল ভোগ করবে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এই গণহত্যার প্রতিবাদ জানাচ্ছি এবং সামর্থ্যবানদের ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।” রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মো. ইসমাইল হোসেন বলেন, “একবিংশ শতাব্দীতে এসেও এমন গণহত্যা দেখতে হচ্ছে। ফিলিস্তিনের পাশে আরব দেশগুলো নীরব থেকে ইসরাইলকে আরও উৎসাহিত করছে। আমরা অবিলম্বে এই গণহত্যা বন্ধের দাবি জানাই এবং গাজাকে ইসরাইলের দখল থেকে মুক্ত করার আহ্বান জানাই।” এদিকে, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ ছিল।