Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
সময়ের গর্ভে হারিয়ে যেতে যেতে একদিন ফিরে আসে, যেদিন মানুষ ফুল দিয়ে স্মরণ করে তাকে, কার্ডে আঁকে ভালোবাসা, সোশ্যাল মিডিয়ার দেয়ালে দেয়ালে লিখে তার নাম—‘মা’। অথচ যাঁর নিঃশব্দ কণ্ঠে গড়া হয় ভাষা, যাঁর শুষ্ক হাতের উষ্ণতায় গড়ে ওঠে সভ্যতা, তাঁকে কি স্মরণযোগ্যতার ছায়া মাত্র একটি দিনের জন্য যথেষ্ট?
ইসলাম সেই শূন্য মরুর বুকে দাঁড়িয়ে যখন নারীর মর্যাদার পাথরে খোদাই করে ‘সম্মান’ শব্দটি, তখন সভ্যতা তাকে জ্যান্ত কবর দিতে ব্যস্ত। সেই মুহূর্তে এক উচ্চারণ ভেসে আসে—“তোমার জান্নাত রয়েছে তোমার মায়ের পায়ের নিচে।” পৃথিবীর আর কোনো আইন, কোনো আন্দোলন, কোনো কল্পনা এই বিপ্লব ঘটাতে পারেনি, যা ঘটায় ইসলাম, এক নিঃস্ব নারীকে সিংহাসনের চূড়ায় বসিয়ে।
মা—একটি শব্দ নয়, এটি এক মহাশক্তি, এক নিবেদন, এক বিসর্জন, যার শেষ নেই, বিশ্রাম নেই, প্রতিদান নেই। সন্তানের প্রতিটি নিঃশ্বাসে যার ছায়া, প্রতিটি চোখের জলে যার প্রতিফলন। ইসলাম সেই মায়ের জন্য ঘোষণা করে, “তিনবার তার মর্যাদা পিতার চেয়ে ঊর্ধ্বে।” এমন সাহসী ঘোষণা ইতিহাসে দ্বিতীয় নেই।
আজকের এই তথাকথিত ‘মা দিবস’ আমাদের মনে করিয়ে দেয় কেবল সেই শূন্যতাকে, যা আমরা বছরের বাকি দিনে ভুলে থাকি। ইসলাম আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি দিনই মায়ের, প্রতিটি রাতই তাঁর জাগরণে ঋণী, প্রতিটি জান্নাতের স্বপ্নই তাঁর পায়ের নিচে বিছানো।
যে মা চোখের জলে সন্তানকে মানুষ করেন, পিঠের ঘামে তার ভবিষ্যৎ আঁকেন, নিঃশব্দ আর্তনাদে তার জন্য আল্লাহর দরবারে কাঁদেন—তাঁর সম্মান কোনও ফুলে, কার্ডে বা পোস্টে আবদ্ধ হতে পারে না।
তিনি পবিত্রতা, তিনি মর্যাদা, তিনি পথ—তাঁকে ভালোবাসা মানে নিজের ঈমানকে ভালোবাসা। আর তাঁকে একদিনে বাঁধার নামই অবমাননা।
জাতীয় নির্বাচন আগে প্রয়োজন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন।
কোন নির্বাচনই বর্তমানে প্রয়োজন নেই, সংস্কার আগে প্রয়োজন।
ভোট দিন ফলাফল
Total Vote: 12
View Options