খুনির নেশা

কবিতা

খুনির নেশা

খুনির নেশা
-এডভোকেট কামরুল ইসলাম

এখনো থামেনি লাশের মিছিল
এখনো থামেনি রক্ত
সব কিছু যেন ভুলে গিয়ে সবে
স্বার্থের জন্য বিভক্ত।

রাক্ষুসি আজও আসিতে চাহে
কাটেনি তাহার নেশা
রক্তপিপাসু ডাইনি বুড়ির
খুন গুম যেন পেশা৷

আজকে দেখো হৃদয় হাসান
চলে গেলো পরোপার
শত অভিমানে বলিছে তাহারা 
হবে কি ন্যায় বিচার।