গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসঙ্গে চায় এনসিপি: নাহিদ ইসলাম

ছবি সংগৃহিত

গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসঙ্গে চায় এনসিপি: নাহিদ ইসলাম

চব্বিশের বার্তা অনলাইন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসঙ্গে করতে হবে। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে সকাল ৮টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, পুরোনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়। নতুন প্রজাতন্ত্র গঠনে গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রয়োজন। মুক্তিযুদ্ধসহ গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি।