সারা দেশে মঙ্গলবার বিক্ষোভ করবে জামায়াত

সারা দেশে মঙ্গলবার বিক্ষোভ করবে জামায়াত

স্টাফ রিপোর্টার:

এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী মঙ্গলবার রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে।

এ কর্মসূচি সফল করতে জামায়াতে ইসলামী তাদের নেতাকর্মীসহ দেশের জনগণকে উদাত্ত আহ্বান জানিয়েছে।

সোমবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, "১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ঢাকা মহানগরীসহ দেশের সব মহানগরী ও জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হবে। এই দিন বিকাল ৪টায় পল্টন মোড়ে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।"

বিবৃতিতে তিনি আরও বলেন, এটিএম আজহারুল ইসলাম ১৩ বছরেরও অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, এবং তিনি কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। 

তিনি আরও বলেন, দেশবাসী আশা করেছিল যে, অত্যাচারের শিকার এটিএম আজহারুল ইসলাম একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি পাবেন, কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার ৬ মাস ৯ দিন পরেও তাকে মুক্তি দেওয়া হয়নি। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনকালে তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রমগুলো বিশ্বব্যাপী বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। তাকে এখনো কারাগারে আটক রাখা, তা ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জন্য চরম অবিচার ছাড়া আর কিছুই নয়। 

এ পরিস্থিতিতে এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য সারাদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সর্বাত্মক সফলতা অর্জনের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।