১৭ লাখ মৃত ভোটার কবর থেকে ভোট দিয়েছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুন্দর ভোটের জন্য ভোটার লিস্ট স্বচ্ছ করা দরকার। অথচ ভোটার তালিকায় প্রায় ১৭ লাখ মৃত ভোটার। ওরাই কবর থেকে এসে ভোট দিয়েছে।

১৭ লাখ মৃত ভোটার কবর থেকে ভোট দিয়েছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক: সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইটিআই ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি (আরএফইডি)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসির উদ্দিন নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলেন।

তিনি বলেন, "ভাবা যায়, কবরবাসীও ভোট দিতো! মৃত ভোটারের বিষয়টি আমাদের কল্পনার বাইরে ছিল। অন্যদিকে, ৩৬ লাখ ভোটার তালিকায় যুক্ত হওয়ার সুযোগ ছিল, কিন্তু তারা হয়নি।"

সিইসি সাংবাদিক সংগঠনগুলোর নির্বাচনকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, "তাদের ভোটে কোনো কারচুপি বা অভিযোগ নেই। যদি জাতীয় নির্বাচনও এমনভাবে করা যেত, ভালো হতো। আমরা অবাধ তথ্য প্রবাহ চাই।"

আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, "আমরা প্রস্তুতি নিচ্ছি। সরকার ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলছে। তবে জুনে সম্ভব নয়, হয়তো এপ্রিলে হতে পারে। ডিসেম্বরে নির্বাচন হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে।"

ভোটার তালিকা প্রসঙ্গে তিনি বলেন, "যদি সঠিকভাবে তালিকা প্রস্তুত না হয়, তাহলে আবারও কবর থেকে ভোট দেওয়ার ঘটনা ঘটবে!"

রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে নির্বাচন কমিশন কাজ করছে জানিয়ে সিইসি বলেন, "অনেকে রিলিফের আশায় স্বেচ্ছায় রোহিঙ্গা হয়েছে। রোহিঙ্গাদের সঙ্গে স্থানীয়দের বিয়ে হচ্ছে, যেখানে স্বামী বা স্ত্রী একপক্ষ বাংলাদেশি। আমরা এসব তথ্য পাচ্ছি।"

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।