কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনা লাভের দোকান উদ্বোধন।

স্থানীয়রা জামায়াতে ইসলামীর এ উদ্যোগকে সাধারণ জনগণ প্রশংসা করে বলেন, রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এমন সহায়তা সত্যিই প্রশংসনীয়। তারা আশা করেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।

কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনা লাভের দোকান উদ্বোধন।

শামীম আহমেদ তালুকদার স্টাফ রিপোর্টার:

পবিত্র মাহে-রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিনা লাভের দোকানের কার্যক্রম উদ্বোধন।

 নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে জামায়াতে ইসলামী কমলগঞ্জ শাখার  এ মহতী উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

মঙ্গলবার ৫মার্চ২৫ইং তারিখে  ইসলামি ব্যাংকের উত্তর পাশে তামান্না ট্রেডার্স-এ এই বিশেষ দোকানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির অধক্ষ মাসুক মিয়া। জামায়াতের সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ ও ব্যাসায়ি ইব্রাহিম মোহাম্মদ আব্দুহ, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহসভাপতি কাজি মামুনুর রশীদ, কমলগঞ্জ সদর ইউপির আমির এবাদুর রহমান, কমলগঞ্জ পৌর আমির আব্দুল হাই প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমলগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি আলতাফুর রহমান,কমলগঞ্জ পৌর শিল্প ও ব্যাণিজ শাখার সভাপতি আরমান হোসেন দোলন সহ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাসে সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে জামায়াতে ইসলামী এ উদ্যোগ গ্রহণ করেছে। তারা জানান, ৪ রমজান থেকে আগামী ১৫ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।

জনসেবামূলক এ উদ্যোগের মাধ্যমে ভানুগাছ বাজারের নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ উপকৃত হবেন। অনুষ্ঠানের শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে বিনা লাভের এই দোকানের কার্যক্রমের শুভ উদ্বোধন করে আমির মোঃ মাসুক মিয়া।  

স্থানীয়রা জামায়াতে ইসলামীর এ উদ্যোগকে সাধারণ জনগণ প্রশংসা করে বলেন, রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এমন সহায়তা সত্যিই প্রশংসনীয়। তারা আশা করেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।