আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপি বুধবার সন্ধ্যায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে মশাল মিছিল ও সমাবেশ করেছে

অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপি বুধবার সন্ধ্যায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে মশাল মিছিল ও সমাবেশ করেছে

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বুধবার সন্ধ্যায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে মশাল মিছিল ও সমাবেশ করেছে।

সমাবেশে বক্তারা বলেন, একটি দল নির্বাচন আয়োজনের মাধ্যমে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করছে। তারা সরকারের বৈধতা নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান সরকারের বৈধতা হলো জুলাইয়ের রক্ত। এই সরকারের আইনেই আপনাদের শত শত মামলা প্রত্যাহার হয়েছে, আপনারা ব্যবসা-বাণিজ্য ও রাজনীতি করার সুযোগ পাচ্ছেন। শুধু একটি নির্বাচনের জন্য মানুষ রক্ত দেয়নি। আওয়ামী লীগের গণহত্যার বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার না হওয়া পর্যন্ত জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না।

বক্তারা সরকারকে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং শেখ হাসিনার বিচার করার দাবি জানান।

সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, নিজাম উদ্দিন, জয়নাল আবেদীন শিশির, মো. রাকিব হোসেন রাজ, মো. আতাউল্লাহ প্রমুখ বক্তব্য দেন।