রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ উৎসব শুরু

'আমার মুক্তি আলোয় আলোয়' এই প্রতিপাদ্যকে ধারণ করে পহেলা বৈশাখের সকালে রমনার বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ ১৪৩১-এর অনুষ্ঠান।

আজ সোমবার (১৪ এপ্রিল ২০২৫) ভোর ৬টায় যন্ত্রসংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে দেড় শতাধিক শিল্পী সম্মিলিতভাবে গান, কবিতা ও বাদ্যযন্ত্র পরিবেশন করছেন। এবারের আয়োজনে ৯টি সম্মেলক গান, ১২টি একক গান এবং ৩টি আবৃত্তি পরিবেশন করা হবে।

বর্ষবরণ উপলক্ষে রমনার বটমূলে একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চটি পূর্ব-পশ্চিমে অর্ধবৃত্তাকারে ৭২ ফুট লম্বা এবং ৩০ ফুট চওড়া। ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী নববর্ষের কথন পাঠ করবেন। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

অনুষ্ঠানে পুরুষ শিল্পীরা মেরুন রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা এবং নারী শিল্পীরা মেরুন পাড়ের অফ হোয়াইট শাড়ি পরেছেন। শিল্পীদের পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে মঞ্চটিও বিশেষভাবে সাজানো হয়েছে।

বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন পোর্টালে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এছাড়াও, ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজেও লাইভ স্ট্রিমিং করা হচ্ছে।

ঐতিহ্যবাহী এই বর্ষবরণ উৎসব ১৯৬৭ সাল থেকে ছায়ানট কর্তৃক আয়োজিত হয়ে আসছে। এবারের ১৪৩১ বঙ্গাব্দকে বরণ করে নেওয়ার জন্য গত তিন মাস ধরে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে শিল্পীরা গানের মহড়া করেছেন। রমনার বটমূলে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছিল এপ্রিল মাসের ৮ তারিখে।