প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি আরও জানান, বৈঠকে দুই দেশের মধ্যে ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ স্বাধীনতার পূর্বে তার প্রাপ্য ৪ দশমিক ২ বিলিয়ন ডলার ফেরত প্রদান, আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেয়া এবং ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্রুত সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া, দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি, বাণিজ্য প্রসার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবহন ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। উভয় পক্ষ বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য যোগাযোগ বাড়ানোর বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে। জসীম উদ্দিন আরও জানান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ঢাকা সফর নিয়ে আলোচনা হয়েছে এবং সফরের তারিখ ২৭-২৮ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।