Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
অনলাইন ডেস্ক: শনিবার দুপুরে রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশে প্রস্তাবিত সংস্কার বিষয়ে কোনো মন্তব্য করেননি। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।
গোলটেবিল বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, "এখানে যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে, সেগুলোর বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করা হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন। আমরা যা বলে আসছি, এখানেও তাই বলেছি।"
বিএনপি মহাসচিব আরও বলেন, "সংস্কার অবশ্যই প্রয়োজন। বিএনপি সবসময় সংস্কারের পক্ষে। তবে তা দ্রুত বাস্তবায়ন করা জরুরি। আমরা বলেছি, প্রথমে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো করতে হবে, এরপর দ্রুত নির্বাচন সম্পন্ন করতে হবে। এরপর সংসদের মাধ্যমে অন্যান্য কাঠামোগত সংস্কার করা যেতে পারে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আমরা সেটাই বলেছি।"
নির্বাচন নিয়ে কোনো সময়সীমা নির্ধারণ করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, "আমাদের নির্দিষ্ট সময়সীমা দেওয়ার প্রয়োজন নেই। সংস্কার আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা সংস্কার কমিশনের সঙ্গে আলোচনা করছি, তাদের প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করছি। ইতোমধ্যে আমাদের একটি বৈঠক হয়েছে। জাতিসংঘ মহাসচিবকে আমরা কোনো টাইম ফ্রেম দিতে যাবো কেন?"
জাতীয় নির্বাচন আগে প্রয়োজন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন।
কোন নির্বাচনই বর্তমানে প্রয়োজন নেই, সংস্কার আগে প্রয়োজন।
ভোট দিন ফলাফল
Total Vote: 12
View Options