Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
(কমলগঞ্জ) মৌলভীবাজার প্রতিনিধি :
কমলগঞ্জের ভানুগাছ বাজারে এখন ক্রমশ বিক্রেতাদের বেআইনী কাজের কারণে গ্রাহকদের বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। ঈদ মার্কেটে আগ্রহী ক্রেতারা যখন 'পাকিস্তানি ড্রেস' এর প্রত্যাশায় দোকানে যাতায়াত করেন, তখন কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগ কাজে লাগিয়ে আসলে অন্য ধরনের—মূলত ইন্ডিয়ান—ড্রেসকে 'পাকিস্তানি ড্রেস' হিসেবে প্রচার করে তিনগুণ দাম দাবি করছে।
ভানুগাছ বাজারের অন্যতম প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, নাথ বস্ত্রালয়ের মালিক সুখেন্দ দেবনাথ জানান, “আমাদের বাজারে কোনোদিন পাকিস্তানি ড্রেস আসেনি। ক্রেতারা যদি পাকিস্তানি ড্রেসের প্রত্যাশায় দোকানে যান, তাহলে কিছু অসাধু ব্যবসায়ী তাদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে ইন্ডিয়ান ড্রেসকে পাকিস্তানি ড্রেস বলে প্রচার করে, যার ফলে বাজারে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।”
বাড়তে থাকা ক্রেতা আকাঙ্ক্ষার সুযোগে, কিছু ব্যবসায়ী সস্তা মূল্যে আসা ড্রেসকে পাকিস্তানি ড্রেস বলে দাবি করে, যার ফলে গ্রাহকরা প্রয়োজনের অতিরিক্ত খরচে অপ্রয়োজনীয় মূল্য পরিশোধ করতে বাধ্য হচ্ছেন। দেবনাথের এই বক্তব্য স্পষ্ট করে যে, এই ধরণের প্রতারণার ফলে সত্যিকারের বাজার মূল্য ও ব্র্যান্ড পরিচিতির ক্ষতি হচ্ছে।
মালিক জানান, “ঈদ মার্কেটের এই উত্তেজনাপূর্ণ সময়ে ক্রেতাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। পাকিস্তানি ড্রেস নামে কোনো আসল পণ্য বাজারে আসেনি—এই কারণে, ক্রেতারা অজান্তে মূল্যবৃদ্ধির শিকার হবেন না।"
এমন পরিস্থিতিতে, ক্রেতাদের নিকট অনুরোধ করা হচ্ছে যেন তারা শপিং করার সময় পণ্যের প্রকৃত গুণগতমান এবং মূল্যের ব্যাপারে সতর্ক নজর রাখেন। বাজারের সঠিক তথ্য জানা থাকলে, অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে সুরক্ষিত থাকা সম্ভব হবে।
জাতীয় নির্বাচন আগে প্রয়োজন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন।
কোন নির্বাচনই বর্তমানে প্রয়োজন নেই, সংস্কার আগে প্রয়োজন।
ভোট দিন ফলাফল
Total Vote: 12
View Options