মৌলভীবাজার-৪ আসনে নির্বাচনের প্রস্তুতি: কর্নেল (অব.) সালেহ আহমদের সংবাদ সম্মেলন

মৌলভীবাজার-৪ আসনে নির্বাচনের প্রস্তুতি: কর্নেল (অব.) সালেহ আহমদের সংবাদ সম্মেলন

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশ করেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল (অব.) সালেহ আহমাদ। কমলগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

কর্নেল (অব.) সালেহ আহমাদ বলেন, সেনাবাহিনীর ৩২ বছরের অভিজ্ঞতা নিয়ে তিনি রাজনীতিতে এসেছেন এবং এলাকার উন্নয়নই তার প্রধান লক্ষ্য। তিনি সত্য ও ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করতে চান।

১৯৬১ সালে ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর গ্রামে জন্মগ্রহণকারী সালেহ আহমাদ ১৯৮২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ৩২ বছরের কর্মজীবনে তিনি ৪টি ইউনিটের অধিনায়কত্ব, বিডিআর (বর্তমান বিজিবি) পুনর্গঠনে ভূমিকা, জাতিসংঘ শান্তি মিশনে দায়িত্ব পালনসহ নানা গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ২০১১ সালে তিনি অবসর নেন।

রাজনৈতিক উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ইতিবাচক এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব। যদিও তিনি এখনো কোনো রাজনৈতিক দলে যোগ দেননি, তবে ভবিষ্যতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ও বর্তমান রাজনৈতিক সহিংসতা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও জাতি বিভক্ত এবং সহিংসতা বন্ধ হওয়া উচিত।

কর্নেল (অব.) সালেহ আহমাদ অন্যান্য প্রার্থীদের প্রতি শুভেচ্ছা জানান এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে জনগণের রায় মেনে নেওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থনই তার মূল শক্তি।

তিনি একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন, যাতে মৌলভীবাজার-৪ আসনের মানুষ সত্যিকারের উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারে এমন প্রতিনিধি নির্বাচন করতে পারে।

সংবাদ সম্মেলনে কমলগঞ্জ শাখার সভাপতি অব: সার্জেন্ট আবুল হোসেন ও অন্যান্য সদস্য এবং কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।