মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাজপথে নামার ঘোষণা দিয়েছে আমেরিকার বামপন্থী সংগঠনগুলো। ট্রাম্পের কর্তৃত্ববাদী শাসনের প্রতিবাদে এবং ধনিক শ্রেণির স্বার্থরক্ষাকারী নীতির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডেকেছে তারা। শনিবারের এই কর্মসূচিতে ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডা সহ বিভিন্ন স্থানে পাঁচ লক্ষাধিক মানুষের অংশগ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনডিভিজিবল নামক একটি সংগঠনের প্রতিষ্ঠাতা এজরা লেভিন জানান, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় বিক্ষোভ হতে যাচ্ছে। ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে সবচেয়ে বড় জমায়েত হওয়ার কথা রয়েছে। সেখানে মেরিল্যান্ডের ডেমোক্র্যাট জেমি রাসকিন, ফ্লোরিডার ম্যাক্সওয়েল ফ্রস্ট এবং মিনেসোটার ইলহান ওমরসহ কংগ্রেসের সদস্যরাও বক্তব্য রাখবেন। আয়োজকদের ওয়েবসাইট থেকে জানা যায়, আধুনিক ইতিহাসে সবচেয়ে নির্লজ্জ ক্ষমতা দখলের চেষ্টার বিরুদ্ধে এই কর্মসূচি। ট্রাম্প, ইলন মাস্ক ও তাদের ধনী বন্ধুরা সরকার, অর্থনীতি ও সাধারণ মানুষের অধিকারের ওপর আঘাত হানছে। বিবৃতিতে আরও বলা হয়, তারা আমেরিকার সম্পদ কেড়ে নিতে চায়। সামাজিক নিরাপত্তা অফিস বন্ধ করে দেওয়া, কর্মী ছাঁটাই করা এবং ভোক্তা অধিকার আইন বাতিল করার মাধ্যমে তারা নিজেদের কর ফাঁকির টাকা জোগাতে চাইছে। জনগণের করের টাকা, সরকারি পরিষেবা এবং গণতন্ত্রকে অতি ধনীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এখনই প্রতিবাদ না করলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। গত ১ এপ্রিল ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর মার্কিন শেয়ারবাজারে বড় ধস নামে। এই পরিস্থিতির পরেও ট্রাম্প শুক্রবার জানান, তার শুল্কনীতিতে কোনো পরিবর্তন হবে না।