Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
মোঃ ফাহিম, পবিপ্রবি প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েল কর্তৃক চালিত গণহত্যার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে সোমবার (৭ এপ্রিল) ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ পালিত হয়েছে।
দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. খোন্দকার জাহাঙ্গীর আলম, ক্যাম্পাসের সহকারী প্রক্টর ড. আনোয়ার জাহিদ, পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের পেশ ইমামসহ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনের নারী ও শিশুদের হত্যা বন্ধ এবং ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান। অধ্যাপক ড. খোন্দকার জাহাঙ্গীর আলম বলেন, "ফিলিস্তিনের মানুষের সাহায্যে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ইসরায়েলের পণ্য বর্জন ও ফিলিস্তিনবাসীদের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করব, যেন তারা এই বিপদ থেকে মুক্তি পান।"
এরপর রাত ৯.৩০ ঘটিকায় ক্যাম্পাসের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল থেকে শিক্ষার্থীদের উদ্যোগে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি হল থেকে শুরু হয়ে বিজয় ২৪ চত্বরে অবস্থান নেয়। সেখানে গণজামায়াত, আলোচনাসভা ও দোয়ার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।
এসময় এএনএসভিএম অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আহম্মেদ তূর্য বলেন, "আমাদের এ প্রতিবাদি মিছিল সরাসরি তাদের কাজে না এলেও এটি আমাদের মানসিক শান্তির প্রতীক। আমরা ইসরায়েলের পণ্য বর্জন এবং আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে ফিলিস্তিনিদের মুক্তি কামনা করছি।"
এছাড়া একই অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, "আমরা সরাসরি তাদের পাশে না দাঁড়াতে পারলেও ইসরায়েলি পন্য বয়কট করতে পারি। এছাড়াও তাদের জন্য আমরা সবসময় দোয়া করবো। বাংলাদেশসহ সকল মুসলিমদেশকে তাদের পাশে এগিয়ে থাকার জন্য আহ্বান করবো। ইন শা আল্লাহ ফিলিস্তিনে একদিন স্বাধীনতার পতাকা উড়বে।"
জাতীয় নির্বাচন আগে প্রয়োজন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন।
কোন নির্বাচনই বর্তমানে প্রয়োজন নেই, সংস্কার আগে প্রয়োজন।
ভোট দিন ফলাফল
Total Vote: 12
View Options