অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রফতানি ভবিষ্যতে বাড়বে, কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, এ লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের রফতানি আদেশ স্থগিত হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছে, তা স্বল্পমেয়াদী। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। শফিকুল আলম জানান, গতকাল ব্যবসায়ীদের সঙ্গে একটি ফলপ্রসূ সভা হয়েছে। সেখানে বিজিএমইএ’র সাবেক সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ-এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, তপন চৌধুরী, নাসিম মঞ্জুর ও লুবানা হকের মতো বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। তাদের আশ্বস্ত করা হয়েছে যে, সরকারের গৃহীত পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রে রফতানি বাড়বে। ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এই চিঠি একটি শক্তিশালী বার্তা বহন করে।