Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
সৈয়দ শিহাব উদ্দিন মিজান, কমলগঞ্জ প্রতিনিধি:
কম্পিউটার দক্ষতায় পারদর্শী নাজমুলের লক্ষ্য সরকারি চাকরি । প্রযুক্তিপ্রেমী এক মেধাবী তরুণ নাজমুল ইসলাম রিমন। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৪নং শমশেরনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শিংরাউলী গ্রামের এই তরুণ বর্তমানে মৌলভীবাজার সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত।ছোটবেলা থেকেই কম্পিউটার ও প্রযুক্তির প্রতি ছিল তার গভীর আগ্রহ। এই আগ্রহকে বাস্তবে রূপ দিয়ে তিনি গত চার বছর ধরে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে একজন কম্পিউটার অপারেটর হিসেবে পেশাগতভাবে কাজ করে যাচ্ছেন।“যে যুগ তথ্যপ্রযুক্তির, সে যুগের হাতিয়ার কম্পিউটার—যার দক্ষতা গড়ে তোলে আগামী দিনের সম্ভাবনা।”নাজমুলের কম্পিউটার দক্ষতার পরিধি বেশ বিস্তৃত অফিস অ্যাপ্লিকেশন, দ্রুত টাইপিং, গ্রাফিক্স ডিজাইন, ডেটা এন্ট্রি ও বিভিন্ন অনলাইন কার্যক্রমে তার রয়েছে প্রশংসনীয় পারদর্শিতা। তার কাজের নিখুঁততা, সময়নিষ্ঠতা ও আন্তরিকতা গ্রাহকদের আস্থাভাজন করে তুলেছে।"নাজমুল বলেন, “আমি কম্পিউটারের প্রায় সব ধরনের কাজ জানি এবং ভবিষ্যতে একজন সরকারি কম্পিউটার অপারেটর হিসেবে দেশের জন্য কাজ করতে চাই। এজন্য প্রতিদিন নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।”তার আত্মবিশ্বাস, নিষ্ঠা ও কঠোর পরিশ্রম তাকে তার লক্ষ্যে পৌঁছে দেবে—এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।
নাজমুল ইসলাম রিমনঅনার্স ৩য় বর্ষ, হিসাববিজ্ঞান বিভাগমৌলভীবাজার সরকারি কলেজমোবাইল: ০১৭২৩-৩৭৬৬৪১গ্রাম: শিংরাউলী, ডাকঘর: শমশেরনগর-৩২২৩উপজেলা: কমলগঞ্জ, জেলা: মৌলভীবাজার।
জাতীয় নির্বাচন আগে প্রয়োজন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন।
কোন নির্বাচনই বর্তমানে প্রয়োজন নেই, সংস্কার আগে প্রয়োজন।
ভোট দিন ফলাফল
Total Vote: 11
View Options