মৌলভীবাজার কমলগঞ্জ শমসেরনগর কম্পিউটার দক্ষতায় পারদর্শী নাজমুল ইসলাম রিমন

মৌলভীবাজার কমলগঞ্জ শমসেরনগর কম্পিউটার দক্ষতায় পারদর্শী নাজমুল ইসলাম রিমন

সৈয়দ শিহাব উদ্দিন মিজান, কমলগঞ্জ প্রতিনিধি: 

কম্পিউটার দক্ষতায় পারদর্শী নাজমুলের লক্ষ্য সরকারি চাকরি । প্রযুক্তিপ্রেমী এক মেধাবী তরুণ নাজমুল ইসলাম রিমন। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৪নং শমশেরনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শিংরাউলী গ্রামের এই তরুণ বর্তমানে মৌলভীবাজার সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত।
ছোটবেলা থেকেই কম্পিউটার ও প্রযুক্তির প্রতি ছিল তার গভীর আগ্রহ। এই আগ্রহকে বাস্তবে রূপ দিয়ে তিনি গত চার বছর ধরে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে একজন কম্পিউটার অপারেটর হিসেবে পেশাগতভাবে কাজ করে যাচ্ছেন।
“যে যুগ তথ্যপ্রযুক্তির, সে যুগের হাতিয়ার কম্পিউটার—যার দক্ষতা গড়ে তোলে আগামী দিনের সম্ভাবনা।”
নাজমুলের কম্পিউটার দক্ষতার পরিধি বেশ বিস্তৃত অফিস অ্যাপ্লিকেশন, দ্রুত টাইপিং, গ্রাফিক্স ডিজাইন, ডেটা এন্ট্রি ও বিভিন্ন অনলাইন কার্যক্রমে তার রয়েছে প্রশংসনীয় পারদর্শিতা। তার কাজের নিখুঁততা, সময়নিষ্ঠতা ও আন্তরিকতা গ্রাহকদের আস্থাভাজন করে তুলেছে।
"নাজমুল বলেন, “আমি কম্পিউটারের প্রায় সব ধরনের কাজ জানি এবং ভবিষ্যতে একজন সরকারি কম্পিউটার অপারেটর হিসেবে দেশের জন্য কাজ করতে চাই। এজন্য প্রতিদিন নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
তার আত্মবিশ্বাস, নিষ্ঠা ও কঠোর পরিশ্রম তাকে তার লক্ষ্যে পৌঁছে দেবে—এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।

নাজমুল ইসলাম রিমন
অনার্স ৩য় বর্ষ, হিসাববিজ্ঞান বিভাগ
মৌলভীবাজার সরকারি কলেজ
মোবাইল: ০১৭২৩-৩৭৬৬৪১
গ্রাম: শিংরাউলী, 
ডাকঘর: শমশেরনগর-৩২২৩
উপজেলা: কমলগঞ্জ, 
জেলা: মৌলভীবাজার।