বাংলাদেশে স্পেসএক্স স্যাটেলাইট সেবা চালুর চূড়ান্ত প্রস্তুতি চলছে। মে মাসেই এর টেকনিক্যাল কার্যক্রম শুরু হবে বলে আশা করা যাচ্ছে। কাতার দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের সাইডলাইনে স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে এই তথ্য জানান। লরেন ড্রেয়ার বলেন, 'আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। মে মাসেই টেকনিক্যাল লঞ্চের জন্য আমাদের টিম প্রস্তুত। এই উদ্যোগটি খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে।' অধ্যাপক ইউনূস এই খবরটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, 'বাংলাদেশের মানুষ এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছে। স্পেসএক্স-এর কার্যক্রম শুরু হলে তা উদযাপন করা উচিত।' প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, প্রাথমিকভাবে কারিগরি প্রক্রিয়া শুরু হবে এবং পরবর্তীতে পুরোদমে কার্যক্রম চালু করা হবে। এছাড়াও, বৈঠকে অনলাইন পেমেন্ট সিস্টেম পেপাল ব্যবহারের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়। উল্লেখ্য, পেপাল এবং স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। বৈঠকে অন্যদের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান ও এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।