(জৈন্তাপুর) শ্রীপুর পাথর কোয়ারী থেকে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্স

(জৈন্তাপুর) শ্রীপুর পাথর কোয়ারী থেকে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্স

জাহিদুল ইসলাম জাহিদ 

জৈন্তাপুর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় শ্রীপুর পাথর কোয়ারী সহ অন্যান্য জায়গা থেকে অবৈধ ভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
জৈন্তাপুর উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সভা এবং আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মার্চ-২০২৫ খ্রি:  সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। 
২০ মার্চ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে পৃথক ভাবে এসব সভা অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক জর্জ মিত্র চাকমা।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, উপজেলা প্রকৌশলী একে এম রিয়াজ মাহমুদ,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অলিউর রহমান, উপজেলা কৃৃষি অফিসার শামীমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার আবেদ হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান, শ্রীপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদারের আবুল কাশেম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর ফায়ার সার্ভিস স্টেশন (ইনচার্জ) 
আল-আমিন, উপজেলা পল্লী সঞ্চয় উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক হারুন-উর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী রুহুল আমিন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল। 
সভায় আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সড়ক দুঘর্টনা রোধকল্পে বিস্তারিত আলোচনা করা হয় এবং  রাস্তায় মোটর সাইকেল সহ সকল প্রকার যানবাহন তল্লাসি করা ও গাড়ির গতিরোধ ব্যবস্থা গ্রহনে পুলিশ প্রশাসন কে আহবান করা হয়েছে। পর্যটন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সহ সীমান্তে চোরাচালান ব্যবসা ও মাদক নিয়ন্ত্রনে পুলিশ-বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী-কে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রাখতে আহবান জানানো হয়। সভায় শ্রীপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদারের আবুল কাশেম তিনি জৈন্তাপুর সীমান্তে সম্প্রতি সময়ে চোরাচালান ব্যবসা বৃদ্ধি সহ শ্রীপুর পাথর কোয়ারী'তে আইনশৃঙ্খলা বাহিনীর চোঁখের আড়ালে অবৈধ ভাবে পাথর সংগ্রহ করতে নৌকা শ্রমিকরা প্রায়ই ভারতের অভ্যন্তরে চলে যান বলে তিনি উদ্বোগ প্রকাশ করেন। ভারতীয় সীমান্ত রক্ষী
বাহিনী (বিএসএফ) নৌকা শ্রমিকদের সতর্ক করতে বিজিবি-কে অনুরোধ করছে বলে তিনি জানান।
সভায় কমিটির সদস্য জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম তিনি প্রস্তাব করেন শ্রীপুর পাথর কোয়ারী সহ অন্যান্য জায়গা থেকে অবৈধ ভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে এবং সীমান্তে চোরাচালান ব্যবসা ও মাদক নিয়ন্ত্রনে পুলিশ-বিজিবি'র যৌথ ভাবে
টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা প্রয়োজন।
এতে বিস্তারিত আলাপ আলোচনা করে সভায় শ্রীপুর কোয়ারী'তে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। 
সভায় আসন্ন পবিত্র মাহে রমজান মাসে নিত্য-পন্যের মুল্য নিয়ন্ত্রনে হাট-বাজার মনিটরিং করা, হাওর থেকে অবৈধ ভাবে মাটি কাটা বন্ধের দাবী জানানো হয়। সভায় জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বক্তব্য রাখেন। তিনি আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনগণ-কে চুরি ডাকাতি সংক্রান্ত ঘটনায় সতর্ক থাকার আহবান জানান। তিনি উপজেলা সদরের যানজট নিরসন সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি সহ সবার সহযোগিতা কামনা করেন।