Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
পাবনার ভাঙ্গুড়ায় শরৎনগর বাজার ও ভাঙ্গুড়া বাজারে ২৩ এপ্রিল ২০২৫ বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ৫টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শরৎনগর বাজারে সেলিম সুইটস ও মুসলিম সুইটসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারা লঙ্ঘনের দায়ে প্রত্যেককে ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অপরদিকে, ভাঙ্গুড়া বাজারে নাবিল ফার্মেসিকে ৩৭ধারায় ১০ হাজার টাকা, স্বাদ প্লাস রেস্টুরেন্ট অ্যান্ড বেকারিকে ৪৩ ধারায় ৪ হাজার টাকা এবং আবেদ ডেন্টাল কেয়ারকে ৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন পাবনা জেলা আনসার ব্যাটালিয়নের একটি চৌকস টিম, ভাঙ্গুড়া থানা পুলিশসহ কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলম।
জাতীয় নির্বাচন আগে প্রয়োজন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন।
কোন নির্বাচনই বর্তমানে প্রয়োজন নেই, সংস্কার আগে প্রয়োজন।
ভোট দিন ফলাফল
Total Vote: 12
View Options