মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬০০ জনে। উদ্ধার কার্যক্রম চলছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল এবং এর আশেপাশে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোও ত্রাণ সরবরাহে এগিয়ে এসেছে।