১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ

১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন দেশের সামুদ্রিক জলসীমায় ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এই সময় মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ইলিশের প্রজনন ও সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ সময়টাতে অধিকাংশ সামুদ্রিক মাছ, বিশেষ করে ইলিশ, ডিম ছাড়ে এবং দ্রুত বৃদ্ধি পায়। তাই মাছ ধরার ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় মৎস্যজীবীদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি চালু রাখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

উল্লেখ্য, প্রতিবছরই নির্দিষ্ট সময়ের জন্য ইলিশসহ সামুদ্রিক মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়, যা মাছের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারের আশা, এ বছরও এই উদ্যোগের ফলে সামুদ্রিক মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং মৎস্যসম্পদ টেকসই থাকবে।