কমলগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৫  উদযাপন

কমলগঞ্জ, মৌলভীবাজারঃ

কমলগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৫  উদযাপন

"মানসম্মত শিক্ষা নিশ্চিত করি,বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি"এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৫  উদযাপিত হয়েছে।
শনিবার(১০ মে)দুপুর ১২ টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 
কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও শমসেরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কমলগঞ্জ উপজেলা বিএনপি'র আহবায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খাঁন,উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি,উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম- আহবায়ক আনোয়ার হোসেন বাবু,যুগ্ম- আহবায়ক আবুল হোসেন,পৌর বিএনপি'র যুগ্ম- আহবায়ক শফিকুর রহমান,ইউআরসির ইন্সট্রাক্টর মো.ইকবাল হোসেন,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোমা ভট্টাচার্য্য, জয় কুমার হাজরা,প্রধান শিক্ষক অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী,কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু,সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাজ মোস্তাকিম,ভূইয়া রাজন রেজা প্রমূখ।
আলোচনা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষিকা, অভিভাবক,শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।