কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনে জামায়াতের প্রার্থী এড. মো. আব্দুর রব

কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনে জামায়াতের প্রার্থী এড. মো. আব্দুর রব

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে এড. মো. আব্দুর রব মনোনয়ন পেয়েছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় সিলেট বিভাগের সর্বস্তরের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত এক অনলাইন সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের দায়িত্বশীল এডভোকেট মাহবুবুর রহমান বিভিন্ন আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে মৌলভীবাজার-৪ আসনে এড. মো. আব্দুর রবের নাম চূড়ান্ত হয়।

এড. মো. আব্দুর রব ১৯৭৭ সালের ৫ মে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ভানুগাছ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আব্দুল খালেক একজন ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন। ছাত্রজীবনে এড. রব একজন মেধাবী ছাত্র ছিলেন এবং তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

বর্তমানে এড. মো. আব্দুর রব সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন বিশিষ্ট আইনজীবী এবং সিলেট জেলা বারের সাবেক সদস্য।

এড. মো. আব্দুর রব বলেন, "আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন থেকে ইসলামের আলো ছড়ানোর জন্য কাজ করব। আমি কমলগঞ্জ ও শ্রীমঙ্গলবাসীর দোয়া ও সহযোগিতা চাই।"