ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন পরিষদ কর্তৃক আয়োজিত কমলগঞ্জে আজকের ঐতিহাসিক মাহফিল

ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন পরিষদ কর্তৃক আয়োজিত কমলগঞ্জে আজকের  ঐতিহাসিক মাহফিল

কমলগঞ্জে আল ইসলা কর্তৃক ১৭তম ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জ, মৌলভীবাজার: আজ ৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আল ইসলা কমলগঞ্জের উদ্যোগে ১৭তম ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে দেশবরেণ্য ইসলামি চিন্তাবিদ ও আলেমগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, যিনি শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর সরাসরি উত্তরসূরি। তিনি তার বক্তব্যে ইসলামের আলোকে ইসালে সওয়াবের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরবেন এবং মুসলিম উম্মাহর জন্য দোয়া করবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

  • হযরত মাওলানা হাফিজ আব্দুল্লাহ মুহাম্মদ আইনুল হুদা (আরিফীন)
  • হযরত মাওলানা মুফতি উসমান গনি সালেহী (মুহাদ্দিস, ঢাকার সিলসিলা কাসিমিয়া মাদরাসা)
  • হযরত মাওলানা মুফতি বেলাল আহমদ বর্ণী (ইসলামী আলোচক, একুরেট টিভি ও হোয়ান টিভি, ঢাকা)
  • হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী (সম্পাদক, মাসিক পরযযালা, ঢাকা)
  • হযরত মাওলানা ইউনুছ আহমদ বড়দেহী (বিরিন্দাবনবাগ, সিলেট)
  • হযরত মাওলানা আবু আইউব আনসারী (অধ্যক্ষ, পগলা জামিয়া ইসলামিয়া, ফুলতলী)

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাওলানা মুফতি আলাউদ্দিন, এবং সঞ্চালকের দায়িত্ব পালন করবেন মাওলানা মো. আলাম মিয়া চৌধুরী

মাহফিলে কোরআন তিলাওয়াত, হামদ-নাত পরিবেশন এবং বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে। মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের মাহফিল আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখা হবে। মাহফিলে স্থানীয় মুসল্লিদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।