গাজার শিশুরা ডাকছে

রিফাত আব্দুর রহমান, শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়,কায়রো,মিশর৷

গাজার শিশুরা ডাকছে

মুসলিম হয়েও থাকছো তুমি

চুপটি করে বসে তোমারই ঘরে,
শুনছো না তুমি গাঁজ়ার আর্তনাদ,
মা-শিশুরা মরছে অকাতরে।

আমরা মসজিদে আছি তাজবিহ নিয়ে,
নামতে মাঠে পাচ্ছি কভু ভয়,
হে মুসলিম! মনে রেখো
এভাবে আসেনি ইসলামের জয়।

মনে জিহাদের আগুন জ্বালাও,
তাকাও ফিলিস্তিনের পানে,
ইজরায়েলের জুলুমের মাঝেও
তারা টিকে আছে ঈমানের টানে।

পাখির মতো ঝরছে প্রাণ,
তবুও নেই ঈমানের কমতি,
তাদের মুখে শুধু এক কথা—
"হাসবুনাল্লাহু ওয়া নি'মাল-ওকীল,
ফা-নি'মাল-মাওলা ওয়া নি'মান-নাছীর!"